Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন রাস্তার পিচ উঠে আসছে হাতের চাপেই! কাজ নিয়ে ক্ষোভ স্থানীয়দের

নতুন রাস্তার পিচ উঠে আসছে হাতের চাপেই! কাজ নিয়ে ক্ষোভ স্থানীয়দের 

Road Construction


গৌরাংডি রোডের সংস্কার নিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের। ৫ কোটির রাস্তায় হাতের চাপেই উঠে আসছে পিচের চাকলা। সালানপুর ও বারাবনি দুটি গুরুত্বপূর্ণ ব্লকের সংযোগকারী রাস্তা যেটি রূপনারায়ণপুর আমডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত মোট নয় কিলোমিটার নতুন রাস্তার কাজ চলছে যার কাজের জন্য মোট ৫ কোটি ৩২ লাখ ১ হাজার ৪০০ টাকা বরাদ্দ করা হয়েছিল । কিন্তু সেই রাস্তা কি আদৌ ঠিক হচ্ছে না এক পাতলা আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হচ্ছে । এমনই এক অভিযোগ উঠে এল।

কুসুমকানালি মোড় এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তার পিচ মানুষজন হাতে করে তুলে নিতে পারছেন। এমনই পাতলা আস্তরণের পিচ বিছানো হয়েছে যে রাস্তাটি একটি বর্ষা পেলেই শেষ হয়ে যাবে।তাছাড়া যেভাবে গোড়ান্ডি থেকে রূপনারায়নপুর রোডে বিশাল বিশাল গাড়ি চলাচল করছে তার চাপে এই রাস্তা বেশি দিন টিকবে না বলে মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত বহু চেষ্টার পর বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রূপনারায়ণপুর থেকে গৌরাংডি হাটতলা পর্যন্ত এই ৯ কিলোমিটার ১৫০ মিটার রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। ‌সেই রাস্তারই এমন বেহাল সংস্কার নিয়ে মানুষজনের অভিযোগের অন্ত নেই।এ বছরের ২৬ ফেব্রুয়ারি এই রাস্তার সংস্কার কাজের সূচনা হয়েছিল গৌরাণ্ডী মোড় এলাকায় যেখানে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই কাজের সূচনা করেছিলেন। অন্যদিকে আমডাঙ্গাতেও একটি কাজের সূচনা করা হয়েছিল যেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান উপস্থিত ছিলেন। এই সংস্কারের জন্য সময় বরাদ্দ করা হয় এক বছর।

রাস্তার কাজ নিয়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শ্রী আরমান বলেন এর আগেও কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এলাকায় গিয়েছিলেন, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও ডেকেছিলেন এবং তখনকার মত সমস্যা মিটে গিয়েছিল। আজ অভিযোগ পাওয়ার পরেই তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করলে ঠিকাদার তাকে জানিয়েছেন ঠান্ডার মধ্যে রাস্তার পিচ জমতে চার-পাঁচ দিন সময় লাগছে, সেই সময়ের পরে আর এমন বিপত্তি ঘটবে না। যদিও এ প্রসঙ্গে আরমান বলেন রাস্তা সংস্কারের পর পরবর্তী পাঁচ বছর এই রাস্তার দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের। তবুও নতুন রাস্তার পিচ কিভাবে হাতে করেই তুলে ফেলা যাচ্ছে, সেই বিষয়টি তিনি খতিয়ে দেখতে আবার উঠে পড়ে লাগবেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code