Latest News

6/recent/ticker-posts

Ad Code

অতিরিক্ত কাজের চাপ! বিক্ষোভে BLO -রা

অতিরিক্ত কাজের চাপ! বিক্ষোভে BLO -রা

Siliguri news



অতিরিক্ত কাজের চাপ শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিক্ষোভে শামিল হলেন বহু বুথ লেভেল অফিসার (বিএলও)। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে স্বল্প সময়সীমার মধ্যে বিপুল পরিমাণ ডেটা অনলাইনে আপলোড করার নির্দেশ। এদিন কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।



বিএলওদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়। সেইসঙ্গে নিজের ঘর-সংসারের দায়িত্ব সামলে রাতে বা অবসরের সময় ডেটা এন্ট্রি করা তাঁদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। উপস্থিত একাধিক কর্মী জানান, কাজের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মানসিক চাপ বাড়ছে, অথচ স্বল্প পারিশ্রমিকে এত দায়িত্ব পালন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।



এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে প্রশাসন সতর্ক ছিল। উপস্থিত বিএলওদের দাবি, কমিশন যদি দ্রুত সিদ্ধান্ত না বদলায়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code