Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২ শ বছর পর ইথিওপিয়ায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, ছাই ধেয়ে আসছে ভারতে

১২ শ বছর পর ইথিওপিয়ায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, ছাই ধেয়ে আসছে ভারতে

Ethiopia volcano eruption, Ethiopia ash cloud, Delhi flights cancelled, Rajasthan ash impact, DGCA notice, Indigo flight cancellation, Akasa Air cancellation, Northwest India ash, Ethiopia volcanic eruption news, Ethiopia volcano India impact


ইথিওপিয়ায় দীর্ঘ বিরতির পর ফের ভয়ঙ্করভাবে ফেটে উঠেছে আগ্নেয়গিরি। প্রায় বারো শ বছর পর এই অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। হঠাৎ করে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হতেই স্থানীয় মানুষজন প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন। চারদিকে ছড়িয়ে পড়ছে লাভা ও ছাই, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

এই অগ্ন্যুৎপাতের প্রভাব শুধু ইথিওপিয়াতেই সীমাবদ্ধ থাকছে না। ছাইয়ের মেঘ ধীরে ধীরে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে বলে জানা গেছে। দিল্লি, রাজস্থান-সহ একাধিক রাজ্যে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী দিল্লি থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আকাশে ছাইয়ের ঘন মেঘ তৈরি হওয়ায় বিমান চলাচলেও বিপর্যয় দেখা দিয়েছে। আকাশ এয়ার, ইন্ডিগো-সহ একাধিক বিমান সংস্থা ইতিমধ্যেই বেশ কিছু উড়ান বাতিল করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজিসিএর পক্ষ থেকেও জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।

এই অগ্ন্যুৎপাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাইয়ের মেঘ যদি আরও বিস্তৃত হয়, তবে তা পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code