Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবু ধাবির মিউজিয়ামে শাহরুখ–সলমন, ডাইনোসর ফসিলের সামনে পোজে মুগ্ধ নেটিজেনরা

আবু ধাবির মিউজিয়ামে শাহরুখ–সলমন, ডাইনোসর ফসিলের সামনে পোজে মুগ্ধ নেটিজেনরা

Salman Khan and Shah Rukh Khan



বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সলমন খানকে এবার দেখা গেল আবু ধাবির হিস্ট্রি মিউজিয়ামে। ডাইনোসরের বিশাল ফসিলের সামনে দাঁড়িয়ে একসঙ্গে পোজ দেন দুই ‘খান’, যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তিন দশকেরও বেশি সময় পর্দা কাঁপানো সত্ত্বেও তাঁদের জনপ্রিয়তা আজও অটুট, কমেন্ট সেকশনই তার প্রমাণ।


সম্প্রতি বারবার একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই তারকাকে। কিছুদিন আগেই দিল্লির এক বিয়েবাড়িতে দু’জনকে ‘ও ও জানে জানা’ গানে নাচতে দেখা যায়, যা নেটপাড়ায় ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। সলমনের সেই আইকনিক স্টেপে শাহরুখের সমান দক্ষতাও দেখে অবাক ভক্তরা।



‘করণ–অর্জুন’ থেকে শুরু করে তিন দশকের বন্ধুত্ব আজও বজায় রেখেছেন দুই খান। সাম্প্রতিক সময়ে তাঁদের ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা থাকলেও ভক্তদের মতে, একসঙ্গে পর্দায় কিংবা ছবিতে দেখা মাত্রই দুই তারকার জনপ্রিয়তার ঝড় নতুন করে বইতে শুরু করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code