কিউআর স্ক্যান করলেই মিলবে সদস্যপদ: ডিজিটাল হাতিয়ারে তরুণ প্রজন্মকে ডাকছে DYFI
জলপাইগুড়ি: আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে নিজেদের সংগঠনের পরিধি বাড়াতে এবার ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করল জলপাইগুড়ির বামপন্থী যুব সংগঠন DYFI (Democratic Youth Federation of India)। একসময় প্রযুক্তি ব্যবহারে বাম সংগঠনগুলির মধ্যে কিছুটা দ্বিধা থাকলেও, এখন সেই প্রযুক্তিকেই সংগঠন বিস্তারে ব্যবহার করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যেতে নয়া উদ্যোগ নিল যুব সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগে এখন খুব সহজে ডিজিটাল মাধ্যমে DYFI-এর সঙ্গে যুক্ত হওয়া যাবে। মূল আকর্ষণ হলো একটি কিউআর (QR) কোড।
- তথ্য ভান্ডার: এই কিউআর কোডটি স্ক্যান করলেই ব্যবহারকারীরা সরাসরি জানতে পারবেন DYFI-এর সমস্ত কর্মসূচি, সভা-সমিতি এবং আন্দোলনের খবর। অর্থাৎ, এক মুহূর্তে সংগঠনের যাবতীয় তথ্যাদি চলে আসবে তরুণ-তরুণীদের হাতের মুঠোয়।
- সহজ সদস্যপদ: শুধু তথ্য নয়, একই কিউআর কোড থেকে পাওয়া যাবে সদস্যপদ গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়ার দিকনির্দেশ।
- মিসড কলের ব্যবস্থা: যারা আরও সহজভাবে যুক্ত হতে চান, তাদের জন্য রাখা হয়েছে মিসড কলের ব্যবস্থা। কোডে দেওয়া নম্বরে একটি কল দিলেই শুরু হয়ে যাবে সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া।
DYFI নেতৃত্বের দাবি, এই উদ্যোগের লক্ষ্য হলো মূলত ১৮ বছর বা তার বেশি বয়সী তরুণ-তরুণীদের সংগঠনের আদর্শ ও আন্দোলনের সঙ্গে যুক্ত করা।
জেলা নেতৃত্ব জানিয়েছে, এই নতুন উদ্যোগে ইতিমধ্যে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। পূর্বে যেখানে শুধুমাত্র রাজ্যস্তরে DYFI-এর একটি পোর্টাল ছিল, এখন জলপাইগুড়ি জেলার জন্যও একটি আলাদা পোর্টাল চালু হয়েছে এবং তা খুব শীঘ্রই পুরোপুরি সক্রিয় হবে। সোশ্যাল মিডিয়ায় নতুন কিউআর কোডের প্রচার চলছে জোরকদমে।
এক নতুন ডিজিটাল পদক্ষেপের মাধ্যমে জলপাইগুড়ির DYFI এখন 'প্রযুক্তির ভাষায় তরুণদের সঙ্গে কথা বলতে' শুরু করেছে। আসন্ন ভোটে জোরদার লড়াইয়ে নামার আগে বাম রাজনীতির এই নতুন প্রজন্মের ডিজিটাল ডাক নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊