Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় ট্রাকের চাপায় মৃত সাইকেল আরোহী ৬৫ বছরের বৃদ্ধ, চাঞ্চল্য এলাকাজুড়ে

দিনহাটায় ট্রাকের চাপায় মৃত সাইকেল আরোহী ৬৫ বছরের বৃদ্ধ, চাঞ্চল্য এলাকাজুড়ে

Dinhata news


ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা ১ নম্বর ব্লকের গররমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃতের নাম হরিশচন্দ্র বর্মন, বয়স প্রায় ৬৫।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার পরে হরিশচন্দ্রবাবু ভাগ্নি এলাকার দিকে বাড়ি ফিরছিলেন সাইকেল নিয়ে। গররমাথা মোড়ে পৌঁছতেই একটি ট্রাক আচমকাই তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর জখম হন।

দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, তিনি মৃত।

ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code