দিনহাটা শহরের জঞ্জাল পরিষ্কারের জন্য চালু হলো আরো চারটি নতুন ডিজেল চালিত গাড়ি
এছাড়াও নতুন করে ছয়টি ভ্যান রিক্সা চালু হলো। বুধবার দিনহাটা পুরসভার সংলগ্ন স্থান থেকে এই গাড়ি ও ভ্যান রিক্সাগুলি আনুষ্ঠানিকভাবে চালু করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ছাড়াও পুরসভার অন্যান্য কাউন্সিলররা।
এদিন চেয়ারম্যান অপর্ণা দে নন্দী বলেন, দিনহাটা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজেল চালিত চারটি নতুন গাড়ি ছাড়াও ছয়টি ভ্যান রিক্সা নিয়ে আসা হয়েছে জঞ্জাল পরিষ্কারের জন্য। সেগুলি এদিন থেকেই কাজে লাগানো হলো।
পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন, এতদিন পর্যন্ত সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত শহরের জঞ্জাল পরিষ্কার করা হতো। এখন থেকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল আবর্জনা পরিষ্কার করা হবে। তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বিধায়ক তহবিল থেকে দিনহাটা পুরসভাকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন। ওই অর্থে ড্রেন, রাস্তাঘাট মেরামত সহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ইতিপূর্বে মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর অর্থ দিয়েছেন সেই অর্থে নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, যে চারটি ডিজেল চালিত গাড়ি এদিন থেকে চালু করা হলো সেগুলি বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করবে। সকাল সাতটা থেকে বেলা ১২ঃ০০ টা পর্যন্ত যেভাবে আবর্জনা পরিষ্কার এতদিন পর্যন্ত হয়ে আসছে একইভাবে সে কাজ চালু থাকবে। বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চারটি ডিজেল চালিত গাড়ি জঞ্জাল পরিষ্কার এর জন্য ব্যবহার করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊