'নতুনদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে' আর কী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু ?
কলকাতা, ১৭ নভেম্বর:
শিক্ষক নিয়োগে ফের বিতর্কের মুখে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় বহু ‘অযোগ্য’ প্রার্থীর নাম উঠে এসেছে বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন এক পার্টটাইম শিক্ষক। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন, আগামী বুধবার শুনানির সম্ভাবনা।
মামলাকারী ফিরদৌস শামিমের দাবি, পার্টটাইম শিক্ষকরা অভিজ্ঞতার জন্য কোনও নম্বর পাবেন না বলে SSC জানিয়েছে। অথচ তাঁর বহু সহকর্মী সেই অভিজ্ঞতার নম্বর পেয়েছেন। আরও গুরুতর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও ‘অযোগ্য’ প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। কিন্তু বাস্তবে ইন্টারভিউ তালিকায় বহু ‘অযোগ্য’ প্রার্থীর নাম রয়েছে। তাঁর কথায়, “এটা অসম্ভব বিষয়, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। আদালত নির্দেশ দেয়, যোগ্য প্রার্থীদের নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে। সেই অনুযায়ী ১৪ সেপ্টেম্বর SSC একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এবং শনিবার রাতে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় বহু চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থী ক্ষোভে ফেটে পড়েছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ সাংবাদিকদের জানান, সরকার মানবিক, 'যোগ্য' বঞ্চিতদের যাতে কেউ বাদ না পরেন সেই বিষয়ে অবশ্যই দেখবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ‘যোগ্য’ প্রার্থীদের ভরসা রাখতে বলেছেন তিনি। এছাড়া অযোগ্যদের নাম ইন্টারভিউ তালিকায় রয়েছে এমন অভিযোগ বিষয়ে জানিয়েছেন, এইজন্যই এখন ভেরিফিকেশন হবে, এর ফলে এমন যারা রয়েছেন তাদের নাম বাদ যাবে।
এছাড়াও এদিন ব্রাত্য বসু সাংবাদিকদের জানিয়েছেন- নতুনদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা এখনই জানানো সম্ভব নয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, মন্ত্রিসভার মাধ্যমে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊