চিকিৎসায় গাফিলতির অভিযোগ: নাবালিকার মৃত্যুতে দেওয়ানহাট উত্তাল, ছাত্রীদের সড়ক অবরোধ
কোচবিহার: কোচবিহার এক নম্বর ব্লক-এর দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (BPHC) চিকিৎসাক্ষেত্রে চূড়ান্ত গাফিলতির অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়ল এলাকার স্কুলছাত্রীরা। জ্বরে আক্রান্ত হয়ে এক নাবালিকা ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ ও বিক্ষোভের জেরে আজ, সোমবার, দেওয়ানহাট এলাকায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেওয়ানহাট ব্লকের এক নাবালিকা জ্বরে আক্রান্ত হলে তাকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পর্যাপ্ত মনোযোগ ও সঠিক চিকিৎসার অভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়। নাবালিকার মৃত্যুর পরই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে চরম অবহেলা ও চিকিৎসাক্ষেত্রে গাফিলতির অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
এই মৃত্যুর ঘটনায় বিশেষ করে ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (BMOH)-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, বিএমওএইচ তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, যার ফলস্বরূপ তাদের সহপাঠীর অকাল মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে মৃত নাবালিকার সহপাঠী স্কুলছাত্রীরা আজ সকালে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে। তারা 'প্লে' কার্ড হাতে নিয়ে দেওয়ানহাট এ দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থানে সামিল হয়।
বিক্ষোভকারী ছাত্রীরা স্পষ্ট ভাষায় জানায়, "আমাদের সহপাঠী চিকিৎসার গাফিলতির কারণে মারা গেছে। এর জন্য বিএমওএইচ-কে জবাব দিতে হবে। আমরা এই অপদার্থ বিএমওএইচ আর চাই না।"
ছাত্রীরা তাদের বিক্ষোভে জোরের সঙ্গে জানায়, চিকিৎসাক্ষেত্রে গাফিলতির কারণেই তাদের সহপাঠীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর দায়ে তারা বিএমওএইচ-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
এই গুরুতর অভিযোগ এবং বিক্ষোভের ঘটনায় পুরো এলাকায় তোলপাড় শুরু হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (বিএমওএইচ)-এর তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের নীরবতা জনমানসে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় প্রশাসন কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং নাবালিকার মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊