Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুপুর ১২টার মধ্যে নিয়োগপত্র না নিলে সাসপেন্ড, BLO দের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া বার্তা

দুপুর ১২টার মধ্যে নিয়োগপত্র না নিলে সাসপেন্ড, BLO দের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া বার্তা

BLO suspension, West Bengal voter list, BLO deadline, BLO appointment, voter list update 2025, BLO recruitment West Bengal, BLO news today, BLO notice, BLO duty refusal, BLO suspension news, West Bengal election commission, voter list correction, BLO form distribution, BLO enumeration, BLO teacher protest, BLO appointment letter, BLO strict action, BLO latest update


পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, যার সফল বাস্তবায়নের জন্য নির্ভর করা হচ্ছে বুথ লেভেল অফিসারদের (BLO) উপর। কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করায় নির্বাচন কমিশন এবার BLO-দের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

কমিশনের তরফে স্পষ্ট বার্তা—আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে BLO হিসেবে নিয়োগপত্র গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মীদের সাসপেন্ড করা হতে পারে। ইতিমধ্যেই প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে, যারা নির্ধারিত সময়ে কাজে যোগ দেবেন না, তাঁদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে। এরপরই শুরু হবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।

কমিশনের এক কর্তা জানিয়েছেন, “ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। তাঁরা দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়াই ব্যাহত হবে।” জানা গিয়েছে, রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে BLO নিয়োগ করা হবে, কিন্তু এখনও বহু পদ শূন্য রয়েছে। তারই মাঝে বেশিরভাগ BLO নিয়োগপত্র নিতে অনীহা প্রকাশ করায় সমস্যা আরও জটিল হয়েছে।

এর আগে প্রায় এক হাজার BLO-কে শোকজ করেছিল কমিশন। এবার পরিস্থিতি আরও কঠিন। কমিশন জানিয়ে দিয়েছে, অজুহাত গ্রহণযোগ্য নয়, এবং দায়িত্ব না নিলে ফল ভোগ করতে হবে। অনেক BLO, বিশেষত শিক্ষক শ্রেণির কর্মীরা নানা কারণ দেখিয়ে দায়িত্ব নিতে চাইছেন না। কিন্তু নির্বাচন কমিশন এবার আর ছাড় দিতে রাজি নয়।

৪ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন, যা ভোটার তালিকা সংশোধনের মূল স্তম্ভ। এই কাজের জন্য BLO-দের উপস্থিতি ও সক্রিয়তা অত্যন্ত জরুরি। কমিশনের মতে, BLO-দের অনুপস্থিতি বা অনীহা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কড়া অবস্থান স্পষ্ট—দায়িত্ব নিতে হবে, নয়তো শাস্তি অনিবার্য। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে BLO-দের নিষ্ক্রিয়তা প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কমিশন এখন BLO নিয়োগ ও সক্রিয়তার উপর নজরদারি বাড়িয়েছে, যাতে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায় এবং ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code