Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপার ডান্সারে জাতীয় জয়, শিলিগুড়ির মেয়ে সুকৃতি পালকে উষ্ণ সংবর্ধনা

সুপার ডান্সারে জাতীয় জয়, শিলিগুড়ির মেয়ে সুকৃতি পালকে উষ্ণ সংবর্ধনা

সুপার ডান্সারে জাতীয় জয়, শিলিগুড়ির মেয়ে সুকৃতি পালকে উষ্ণ সংবর্ধনা


শিলিগুড়ি: জনপ্রিয় রিয়্যালিটি শো 'সুপার ডান্সার ৫'-এর জাতীয় মঞ্চে বাজিমাত করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল হায়দারপাড়ার ৯ বছরের খুদে নৃত্যশিল্পী সুকৃতি পাল। দীর্ঘ কয়েক মাসের কঠোর প্রতিযোগিতা পেরিয়ে সুকৃতি এবছর প্রথম স্থান অধিকার করেছে (যুগ্মভাবে)। তার এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা শহর।

জাতীয় মঞ্চে জয়ের মুকুট পরে শিলিগুড়িতে ফিরতেই ছোট্ট সুকৃতিকে উষ্ণ সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় যাত্রা। বুধবার বাঘাযতীন পার্ক থেকে সুকৃতির বাড়ি হায়দারপাড়া পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হুডখোলা গাড়িতে চেপে শহর পরিক্রমার সময় শত শত মানুষ, স্কুল শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শহরের বিশিষ্ট নৃত্যশিল্পীরা তাকে শুভেচ্ছা জানান। রাস্তায় দাঁড়িয়ে অনেকে হাত নেড়ে ও পুষ্পবৃষ্টি করে ছোট্ট চ্যাম্পিয়নকে অভিনন্দন জানায়।

এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি সুকৃতির হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মানিত করেন।

মেয়ের সাফল্যে আবেগাপ্লুত সুকৃতির বাবা (যিনি নিজে একজন স্কুল শিক্ষক) এবং মা। সুকৃতির মা শুক্লা পাল বলেন, “মেয়ের সাফল্যে আমরা গর্বিত। ও আরও অনেক দূর এগিয়ে যাক—এই আমাদের আশীর্বাদ।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকৃতি জানায়, “আমি আরও রিয়্যালিটি শো-তে অংশ নিতে চাই। নাচ নিয়ে আরও শিখতে ও বড় হতে চাই।”

মাত্র নয় বছর বয়সেই জাতীয় স্তরের মঞ্চে শিলিগুড়ির প্রতিভাকে প্রতিষ্ঠা করে সুকৃতি পাল প্রমাণ করল, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছা থাকলে স্বপ্ন সত্যি করা সম্ভব। গোটা শহর এখন এই খুদে তারকার ভবিষ্যৎ সাফল্যের অপেক্ষায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code