Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পর্যটনে নতুন দিগন্তের সম্ভাবনা

শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পর্যটনে নতুন দিগন্তের সম্ভাবনা

Mamata Banerjee, Mahakal Mandir, Shiliguri temple, Bengal tourism, Darjeeling news, convention center Shiliguri, Shiva temple Bengal, Mamata Banerjee announcement, North Bengal development, Mahakal temple project


দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এক নতুন আধ্যাত্মিক ও পর্যটন প্রকল্পের কথা—শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শৈলশহর দার্জিলিঙে দাঁড়িয়ে তিনি জানালেন, মন্দিরের পাশেই গড়ে উঠবে একটি আধুনিক কনভেনশন সেন্টারও।

মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়ির জেলা প্রশাসনকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বিনামূল্যে জমি দেবে, এবং একটি ট্রাস্টি বোর্ড গঠন করে প্রকল্পের কাজ শুরু হবে। মন্দিরে থাকবে রাজ্যের সবচেয়ে বড় শিবমূর্তি, যা আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটনেরও কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।

এর আগে দিঘায় জগন্নাথধাম এবং রাজারহাটে দুর্গা অঙ্গনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজারহাট প্রকল্পের অগ্রগতি নিয়েও এদিন তিনি আশাবাদী মন্তব্য করেন—জানান, টেন্ডার ডাকা হয়েছে এবং তিনি নিজে নকশা পর্যালোচনা করেছেন।

দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক ও জনসংযোগের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে মহাকাল মন্দিরে পুজো দেন। মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন, এবং পরে সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয়ের পর এটি ছিল তাঁর দ্বিতীয় পাহাড় সফর। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তিনি দুর্গতদের বাড়িতে পৌঁছে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এই মহাকাল মন্দির প্রকল্প শুধু ধর্মীয় নয়, পর্যটন ও অর্থনৈতিক দিক থেকেও উত্তরবঙ্গের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code