Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেরামতের জন্য ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক, প্রবল দুর্ভোগের আশঙ্কা

মেরামতের জন্য ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক, প্রবল দুর্ভোগের আশঙ্কা

Siliguri Sikkim National Highway, NH 10 closed, Sevoke Rangpo road closure, Sikkim lifeline closed, NH 10 repair, Shiliguri Sikkim landslide, October 13 to 16 road closed, Sikkim commuter trouble, Kalimpong NH landslide, NHIDCL notice


নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি

ভয়াবহ বৃষ্টি ও লাগাতার ধসের কারণে বিধ্বস্ত শিলিগুড়ি-সিকিমকে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। এবার ধস মেরামতির জন্য আগামী ১৩ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত টানা চার দিন এই লাইফলাইন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (NHIDCL)। রাস্তা বন্ধ থাকার এই সময়ে সিকিম এবং দার্জিলিং-কালিম্পং-এর বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের এবং পর্যটকদের চরম দুর্ভোগের সম্মুখীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ই অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ই অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের সেভক থেকে রংপো পর্যন্ত সমস্ত প্রকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গত শনিবারের ভয়াবহ বৃষ্টি এবং লাগাতার ধসের কারণে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় বিশাল ধস নেমে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। বড় ধসের আশঙ্কায় এবং সড়কের একাধিক জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দ্রুত মেরামতি প্রয়োজন। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি এড়াতে এবং যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারানোর জন্যই চার দিনের জন্য যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সড়ক বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে চলাচলকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হবেন। এই সড়ক সিকিমের একমাত্র লাইফলাইন হওয়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহেও প্রভাব পড়তে পারে। পাশাপাশি, এই সময়ে বহু পর্যটককেও চরম দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে, যাত্রীদের কথা মাথায় রেখে কালিম্পং জেলা প্রশাসন ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে বলে জানা গেছে। যদিও এই বিকল্প পথে যাত্রা দীর্ঘ এবং কষ্টসাধ্য হবে বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, এবারের বর্ষায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামার ঘটনা আগের চেয়ে অনেক বেড়েছে। এর আগেও একাধিকবার রাস্তা বন্ধ করে মেরামতির কাজ করতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ধস না সারানো হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে, তাই দ্রুত এই মেরামতি অত্যন্ত প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code