Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনাবৃত উর্ধাঙ্গে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র!

অনাবৃত উর্ধাঙ্গে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র!

Canada ex-PM Justin Trudeau trolled after shirtless, kissing photo with Katy Perry goes viral


কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর পপ গায়িকা কেটি পেরি মন্ট্রিয়েলে ফের ঘনিষ্ঠ। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল। এর আগে জুলাইয়ে একি জায়গায় নৈশভোজ করেছিলেন তাঁরা। তবে এবার প্রমোদতরীতে ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে ডুবলেন!

পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল মাথার উপরে তুলে বাঁধা কেটির। ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত সাথে জিন্‌সের ট্রাউজারে একে অপরকে উষ্ণ আদরের ভরিয়ে দিচ্ছিলেন। জাস্টিনের গলা জড়িয়ে তাঁকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তাঁর। আর সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বিষয়টি নিয়ে দুই খ্যাতনামীর কেউই এখনও মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে তা স্বাভাবিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code