হাজার অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ! কার্তিক কৃষ্ণ একাদশীতে পালিত হচ্ছে রমা ব্রত
-ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সনাতন ধর্ম বিশ্বাসে কার্তিক মাস সমর্পিত ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর প্রতি। বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক কৃষ্ণ একাদশীই রমা একাদশী। বিশ্বাস - এই তিথিতে একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন ভগবান শ্রীহরি। বর্ষিত হয় দেবী লক্ষ্মীর কৃপাও। এই রমা একাদশী তিথিতে মনস্কামনা পূরণের আশায় দেবাদিদেব শিবের পুজোও বহুল প্রচলিত।
রমা একাদশীর ব্রতকথাটি মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে বর্ণিত হয়েছে। এখানে আছে মুচুকুন্দ নামে প্রাচীনকালের এক পরাক্রমী রাজার প্রসঙ্গ। এই রাজারই কন্যা ছিলেন চন্দ্রভাগা। রাজা চন্দ্রসেন নামে এক রাজার পুত্র শোভনের সঙ্গে এই কন্যার বিবাহ হয়। রমা একাদশীর এক তিথিতে শোভন মুচুকুন্দ রাজার গৃহে আসেন। শোভন ছিলেন অসুস্থ। কিন্তু মুচুকুন্দের রাজ্যে একাদশী পালনের কঠোর নিয়ম থাকায় শোভন একাদশী পালনে করতে কার্যত বাধ্য হন।
ব্রত সম্পূর্ণ করার আগেই একাদশীর দিন রাত্রে শোভন আরও অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ ত্যাগ করেন। এরপর শোভনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় এবং চন্দ্রভাগা পিতার গৃহেই থাকতে শুরু করেন। এদিকে, শোভন রমা একাদশীর প্রভাবে মন্দরাচল পর্বতের ওপরে অবস্থিত এক সুন্দর রাজ্য লাভ করেন। মুচুকুন্দ রাজার রাজ্যের এক ব্রাহ্মণ সোমশর্মা তীর্থযাত্রা করতে করতে সেই স্থানে এসে পৌঁছান এবং রাজ্য লাভের পুরো ঘটনাটি জানতে পারেন।
সোমশর্মা মুচুকুন্দ রাজার কাছে ফিরে এসে চন্দ্রভাগাকে সব কথা খুলে বলেন। সব কথা শুনে চন্দ্রভাগা মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হন। বামদেবের কৃপা এবং হরিবাসর পালনের ফলে চন্দ্রভাগা দিব্যদেহ লাভ করেন। তারপর চন্দ্রভাগা শোভনের রাজ্যে যান এবং সমস্ত ব্রতফল উৎসর্গ করেন। এর ফলে শোভনের রাজ্য স্থায়ী এবং অক্ষয় হয়ে যায়। উভয়েই বিষ্ণুলোকে সুখে বসবাস করতে থাকেন।
প্রচলিত বিশ্বাস - এই ব্রত পালনে হাজার অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সমস্ত পাপ দূর হয়। মোক্ষ লাভ হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণেও সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তবে এই ব্রত পালনের মূলে বোধহয় আছে সেই প্রার্থনা - শ্রীহরি যেন পতিত শরণাগতকে কৃপা করে নিজের করে নেন :
"অপরাধসহস্রসঙ্কুলে ভীমভবার্ণবোদরে অগতিং শরণাগতং হরে কৃপয়া কেবলমাত্মসাৎ করু।।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊