সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাসনাহোরকাই
২০২৫-এর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাসনাহোরকাই। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে সাহিত্যে তাঁর সামগ্রিক অবদান মহাপ্রলয়ের আশঙ্কার মাঝেও যেন শিল্পের শক্তিকে তুলে ধরে। চলতি বছরে সাহিত্যে নোবেল পেতে পারেন বলে যাঁদের নাম বার বার আলোচনায় উঠে এসছে, ক্রাসনাহোরকাই তাঁদের মধ্যে অন্যতম।
ক্রাসনাহোরকাই পেশায় লেখক এবং চিত্রনাট্যকার। তাঁর লেখা উপন্যাস ‘সাতানতাঙ্গো’ এবং ‘মেলাঙ্কলি অফ রেজ়িস্ট্যান্স’-কে চলচ্চিত্রে রূপদান করেছেন তাঁর দেশেরই বরেণ্য পরিচালক বেলা তার। প্রথম উপন্যাস থেকেই তাঁর লেখায় উঠে আসতে শুরু করে ভগ্নস্বপ্নের রাজ্য, আশাহত মানুষের কথা। তাঁর উপন্যাসের লিখন-কাঠামো জটিল। একটি মাত্র অনুচ্ছেদকেই তিনি যতি চিহ্ন ছাড়া পাতার পর পাতা ভরিয়ে দিতেন। তাঁর পাঠক ও গুণমুগ্ধের সংখ্যাও বিপুল।
ক্রাসনাহোরকাইয়ের জন্ম ১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে। বর্তমান বয়স ৭১। ‘মেলাঙ্কলি অফ রেজ়িস্ট্যান্স’ উপন্যাসটিকে মহাপ্রলয়ের ধারণার প্রতি এক তির্যক দৃষ্টিপাত হিসেবে দেখেছেন আলোচকেরা। তাঁর লেখায় সমসময়ের বিশ্বরাজনীতি জাত হতাশাবোধ বিশেষ ভাবে লক্ষণীয়। ২০০৯ সালে ‘সেইওবো দেয়ার বিলো’ উপন্যাসের জন্য ক্রাসনাহোরকাই ম্যান বুকার পুরস্কার লাভ করেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊