খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে রোষের মুখে পড়েন বিজেপি বিধায়ক ও সাংসদ। তাতে রক্তাক্ত হয়েছেন খগেন। শঙ্করও প্রহৃত হন। ভাঙা হয় গাড়ির কাঁচ। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী হিংসার জন্য সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করেছেন। সঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যের বিজেপি নেতাদেরও। তিনি লিখেছেন, ‘‘আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তাঁরা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’’
এক্স হ্যান্ডলে ইংরেজির পাশাপাশি বাংলাতেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, ‘‘যে ভাবে আমাদের দলের সহকর্মীরা যাঁদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊