দু’দফায় বিধানসভা ভোট হবে বিহারে, দিনক্ষণ ঘোষণা কমিশনের
সোমবার বিহারের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বিহারের বিধানসভার আসনসংখ্যা ২৪৩। আগামী ২২ নভেম্বর বর্তমান আইনসভার মেয়াদ শেষ হবে। তার আগে আজ সাংবাদিক বৈঠক করে বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করলো কমিশন। জ্ঞানেশ কুমার ছাড়াও সাংবাদিক বৈঠকে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক যোশী।
শুরুতেই ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছে জ্ঞানেশের মুখে। এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ বলেন, ‘‘এই অনুশীলনের মাধ্যমে ২২ বছর পর ভোটার তালিকার শুদ্ধিকরণ হয়েছে। আমাদের ২৪৩টি নির্বাচনী এলাকার প্রতিটিতে একজন করে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা রয়েছেন।’’
জ্ঞানেশ বলেন, ‘‘নির্বাচন কমিশন ২৪ জুন থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছিল। ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলকে তা দেওয়া হয়েছিল। তার পর সকলকে দাবি এবং আপত্তির জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও চাইলে তাতে কোনও দাবি জানানো বা নাম যুক্ত করা যাবে।’’
৯০ হাজার ভোটকেন্দ্রে হবে ভোট গ্রহন। পাশাপাশি এই ভোটকেন্দ্র গুলির ১,০৪৪টি কেন্দ্র পরিচালনা করবেন মহিলারা। ভোটগ্রহনের ওয়েব কাস্টিং করা হবে বলেও জানানো হয়। বিহারে ভোট দেওয়ার যোগ্য ৭.২৪ কোটি ভোটার রয়েছেন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটারদের জন্য বাড়িতে ভোট দেওয়ার সুবিধা থাকবে বলেও জানান কমিশনার।
বিহারে দু’দফায় বিধানসভা ভোট হবে। ৬ আর ১১ নভেম্বর। ফলঘোষণা হবে ১৪ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ই নভেম্বর। জ্ঞানেশ জানিয়েছেন, বিহার নির্বাচনের পাশাপাশি আগামী ১১ নভেম্বর সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের (জম্মু ও কাশ্মীর, ওড়িশা, ঝাড়খণ্ড, মিজ়োরাম, পঞ্জাব, তেলঙ্গানা এবং রাজস্থান) আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সেগুলিরও ভোটগণনা হবে ১৪ নভেম্বর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊