১৭ দফা নয়া নিয়ম বিহার বিধানসভা নির্বাচনে, আগামীতে জারি হবে গোটা দেশে!
দুই দফায় বিহার বিধানসভা নির্বাচন হবে। প্রথম দফা ৬ই নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ই নভেম্বর। ফল ঘোষনা ১৪ই নভেম্বর। বিহার ভোটে এবার ১৭টি নয়া পদক্ষেপ করেছে কমিশন। আগামিদিনে যা কার্যকর হবে বাংলা-সহ গোটা দেশে।
কী কী পদক্ষেপ করেছে কমিশন?
১। বুথ স্তরের এজেন্টদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ।
২। বুথ স্তরের নির্বাচন আধিকারিকদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ।
৩। বুথ স্তরের পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ।
৪। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর।
৫। নির্বাচনী কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি।
৬। বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো আইডি কার্ড।
৭। বিনামূল্যে ভোটারদের পরিচয়পত্র বিতরণ।
৮। ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজেদের ফোন জমা রেখে ভোট দিতে
৯। ভোটার ইনফরমেশন স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা।
১০। ভোটারদের সহজে যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা
১১। ECINet অ্যাপের ভিতরে সব নির্বাচনী সংক্রান্ত অ্যাপের অন্তর্ভুক্তিকরণ
১২। এক একটি বুথে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি হবে না।
১৩। প্রার্থীদের ক্যাম্প থাকবে ভোট কেন্দ্র থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে।
১৪। ভোটকেন্দ্রেগুলিতে ওয়েবকাস্টিং-এর সুবিধা।
১৫। ইভিএম, ব্যালট পেপার সংক্রান্ত নির্দেশিকার সংশোধন।
১৬। ডিজিটাল ইনডেক্স কার্ড এবং তার রিপোর্ট।
১৭। গড়মিল এড়াতে বাধ্যতামূলকভাবে VVPAT গণনা এবং পোস্টাল ব্যালট গণনাকে আরও সহজ করে তোলা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊