Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশ সুপারের টোটকা তুড়ি মেরে উড়িয়ে দুঃসাহসিক চুরি ! খোয়া গেল ৬০ হাজার টাকা

পুলিশ সুপারের টোটকা তুড়ি মেরে উড়িয়ে দুঃসাহসিক চুরি! খোয়া গেল ৬০ হাজার টাকা




জলপাইগুড়ি: পুজোর আগে জেলা পুলিশ সুপারের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। এবার শহরের ভাটাখানা এলাকায় প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠানে গিয়ে নগদ ৬০ হাজার টাকা খোয়ালেন এক মহিলা। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি, এক সরকারি অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে পুজোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল, ভ্রমণের সময় সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুপস্থিতির ছবি পোস্ট না করা। কিন্তু, এক্ষেত্রে বাড়ির বাইরে দূরে কোথাও ভ্রমণে গিয়ে নয়, বরং পাশের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এই চুরির ঘটনা ঘটে।

ভাটাখানা এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল বুধবার পাশের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে তাঁর শয্যাশায়ী স্বামী ছাড়া আর কেউ ছিলেন না। অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে তিনি দেখেন, আলমারি খোলা এবং তার মধ্যে রাখা নগদ ৬০ হাজার টাকা উধাও। চোরেরা আলমারির তালা না ভেঙে, অত্যন্ত সুকৌশলে এই কাজটি করেছে বলে জানা গেছে।

অর্চনা মণ্ডল জানান, এর আগে তাদের বাড়িতে কখনো এমন ঘটনা ঘটেনি। তবে, গত কয়েক মাস ধরে এলাকায় চোরের উপদ্রব বেড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো চোরের সন্ধান মেলেনি। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code