শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন প্রকাশিত গ্রন্থ: 'নিত্য প্রার্থনা'
-শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়:
ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের অনুষঙ্গ বিজড়িত সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের পক্ষ থেকে প্রকাশিত পুস্তিকা 'নিত্য প্রার্থনা'। এই পুস্তিকায় রয়েছে প্রতিদিনের প্রার্থনার উপযোগী বেশ কিছু স্তোত্র, মন্ত্র, বন্দনা। সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রী নগেন্দ্র মঠের সদ্যপ্রয়াত আচার্য ড. রঘুপতি মুখোপাধ্যায়ের এ আরও এক অনন্য কীর্তি।
যাঁরা জীবনের পথ চলতে চান ভক্তিকে অবলম্বন করে - মূলত তাঁদের জন্য এই 'নিত্য প্রার্থনা'। সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠের সদ্যপ্রয়াত আচার্য ড. রঘুপতি মুখোপাধ্যায় এই পুস্তিকায় - নিত্য প্রার্থনার উপযোগী বেশ কিছু স্তোত্র, মন্ত্র, বন্দনার সংকলন এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। পুস্তিকাটি প্রকাশক ড. রবীন্দ্রনাথ কর।
এই 'নিত্য প্রার্থনা'-র প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৪-তে। পরবর্তীতে আরও সংস্করণ প্রকাশিত হয়। চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় ২০২২- এ।
পরমহংস যোগানন্দ যাঁকে সশ্রদ্ধ চিত্তে "ভাদুড়ী মহাশয়" হিসেবে অভিহিত করতেন, সেই "The Levitating Saint" পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ এবং তাঁর মানসপুত্র, সিদ্ধ সাধক ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর আদর্শকে সামনে রেখে মহর্ষি নগেন্দ্রনাথের প্রবর্তিত যোগ - ভক্তি মার্গের প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করেছিলেন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর ত্যাগী শিষ্য, শ্রীশ্রীনগেন্দ্র মঠের দ্বিতীয় মহান্ত ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী। সেই আদর্শকেই বহন করেছিলেন ড. রঘুপতি মুখোপাধ্যায়। তিনিও নিজের অধ্যাপনা পরবর্তী অবসর জীবন উৎসর্গ করেছিলেন মহর্ষি নগেন্দ্রনাথের ও তাঁর পরম্পরার অনুধ্যানে। এ পুস্তিকা তারই ফলশ্রুতি।
শ্রীশ্রীনগেন্দ্র মঠে যে প্রতিদিনের প্রার্থনার রীতি প্রচলিত - সেই প্রচলিত পরম্পরা সামনে রেখেই তিনি এখানে সংকলন করেন শ্রীগুরুস্তোত্রম্, শ্রীগীতা (একাদশ অধ্যায়), ব্রহ্ম- স্তোত্রম্, শ্রীমদ্ যোগি- নগেন্দ্র স্তোত্রম্, শ্রীশ্রীকৃষ্ণাষ্টক স্তোত্রম্। সেই সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর, শ্রীনারায়ণের, শ্রীকৃষ্ণের, দেবী দুর্গার, মা কালীর, দেবী সরস্বতীর, পরম পুরুষের অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের আরাধ্য শ্রীহরির, মহালক্ষ্মীর, গঙ্গার, ভগবান গণেশের, সূর্যের প্রণাম মন্ত্র। এছাড়াও এই পুস্তিকায় রয়েছে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের, শ্রীমৎ ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর এবং ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী ব্রহ্মচারীর প্রণাম মন্ত্র। রয়েছে কল্যাণ প্রার্থনা, শান্তি মন্ত্র, জয়ধ্বনি, গুরু বন্দনা এবং মহর্ষি নগেন্দ্রনাথ বিরচিত প্রার্থনাও। আছে সবার বোঝার সুবিধার জন্য বঙ্গানুবাদ।
৩৪ পৃষ্ঠার এই পুস্তিকার সূচনায় আছে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের কথা। 'নিবেদন' অংশে এই পুস্তিকার সংকলক ও সম্পাদক উল্লেখ করেছেন পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরমহংস নগেন্দ্রনাথের দিব্য সাক্ষাতের প্রসঙ্গ এবং পরমহংস নগেন্দ্রনাথের বিভিন্ন কর্মকাণ্ডের কথা। এরপর আছে শ্রীগুরুস্তোত্রম্।
সনাতনধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠ ও মিশন ( রামমোহন রায় রোড, কলকাতা - ৯ ) থেকে প্রকাশিত কুড়ি টাকা বিনিময় মূল্যের এই পুস্তিকাটি অবশ্যই সংগ্রহে রাখার মতো।
পুস্তিকা সৌজন্যে : শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, কলকাতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊