এস.আই.আর. নিয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদের বিশেষ সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজ দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট অঞ্চলের খাটামারি বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নস্যশেখ উন্নয়ন পরিষদ-এর আহ্বানে অনুষ্ঠিত হলো এস.আই.আর. (Special Intensive Revision) নিয়ে বিশেষ সচেতনতা শিবির ও আলোচনা সভা।
জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে বর্তমানে সমগ্র রাজ্যে এস.আই.আর.-এর প্রস্তুতি কর্মসূচি চলছে। কমিশনের পক্ষ থেকে যে ১১টি গুরুত্বপূর্ণ নথির কথা বলা হয়েছে, তা অনেক নাগরিকের কাছেই সম্পূর্ণভাবে নেই। বিশেষ করে মুসলিম সমাজে নামের টাইটেল ভিন্ন হওয়ার কারণে এক ব্যক্তির বিভিন্ন সরকারি নথিতে অমিল দেখা দিচ্ছে, যার ফলে গ্রামীণ সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন।
এই প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সচেতন ও দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে নস্যশেখ উন্নয়ন পরিষদ এই শিবিরের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ও ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান, শিক্ষক জনাব আমিনাল হক।
জেলা সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন:
“আমরা চাই সকল নাগরিকই সঠিক তথ্য ও নথিপত্র নিয়ে সচেতন থাকুক। শিগগিরই সংশোধনের সুযোগ নিয়ে কেউ যেন পেছনে না পড়ে। সচেতনতা ও তথ্যই আমাদের সুরক্ষা।”
বক্তব্য রাখতে গিয়ে আমিনাল হক বলেন,
“বর্তমান পরিস্থিতিতে ভয় বা আতঙ্কের কোনো প্রয়োজন নেই। আমাদের সবার উচিত ঠান্ডা মাথায় নিজেদের সমস্ত নথিপত্র সঠিকভাবে গুছিয়ে রাখা এবং যেখানে বানানভুল, জন্মতারিখ বা নামের অমিল আছে— সেগুলোর দ্রুত সংশোধন করা।
তিনি আরও জানান-
“কেন্দ্রীয় সরকার আজ দেশের সার্বিক উন্নয়নের দিক থেকে মনোযোগ সরিয়ে সাধারণ নাগরিকদের এস.আই.আর.-এর নামে বিভ্রান্ত করছে। প্রকৃতপক্ষে এটি নাগরিক তালিকা তৈরির (এন.আর.সি.) ঘুরপথে প্রয়াস, যা দেশের গরিব ও প্রান্তিক মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করছে।”
আমিনাল হক বলেন-
“আমরা এই অন্যায় নীতির বিরুদ্ধে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ জানাই। আমাদের আহ্বান — সরকার যেন এই বিভ্রান্তিকর প্রক্রিয়া থেকে সরে এসে মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।”
সভায় দিনহাটা দুই নং ব্লক ও চৌধুরীহাট অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সংগঠনের স্থানীয় নেতৃত্ব শফিকুল ইসলাম ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊