আক্রান্ত, আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
আক্রান্ত, আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী! মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন তিনি। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ-এ খুশি সাংসদের পরিবার। কোথায় ছোট লেগেছে, কতটা লেগেছে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর সাংসদ-পুত্রকে মমতা জিজ্ঞাসা করেন, ‘‘ওঁর কি ডায়াবেটিস রয়েছে? ইনসুলিন নেন? ওষুধ খান? টেক কেয়ার করেন? দেখান ভাল করে? খাওয়া-দাওয়া কন্ট্রোল করেন?’’ মাথা নেড়ে উত্তর দেন সাংসদ পুত্র। পাশাপাশি পাশে আছেন বলেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অন্য কোথাও চিকিৎসা করালেও জানানোর কথা বলেন মমতা। এমনটাই খবর।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। সিরিয়াস কিছু নয়। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি, দ্রুত আরোগ্য কামনা করেছি।’’
সোমবার দুর্যোগ কবলিত জলপাইগুড়ির নাগরা কাটা এলাকা পরিদর্শনে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। আর সেখানেই আক্রান্ত হন তাঁরা। ভাঙা হয় গাড়ির কাঁচ। নাক ফেটে যায় খগেন মুর্মুর। গলগল করে বের হয় রক্ত। খগেনের বাঁ চোখের নিচের হাড়ে আঘাত লেগেছে বলে জানা যায়। স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে ওঠে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊