এভারেস্টে ভয়ঙ্কর তুষারঝড়: আটকে পড়েছেন শত শত পর্যটক
নিজস্ব প্রতিবেদন :
তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে আচমকাই নেমে এল এক ভয়ঙ্কর তুষারঝড়। গত শুক্রবার শুরু হওয়া এই দুর্যোগে প্রায় এক হাজার ট্রেকার ও পর্বতারোহী আটকে পড়েছেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত পাহাড়ি ক্যাম্পগুলিতে। প্রবল তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে একাধিক ক্যাম্পের তাঁবু ভেঙে পড়ে, রাস্তা ঢেকে যায় প্রায় এক মিটার বরফে। দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাওয়ায় উদ্ধারকাজে দেখা দেয় চরম বাধা।
চিনের জাতীয় দিবস উপলক্ষে 'গোল্ডেন উইক' ছুটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেছিলেন এভারেস্টের মনোরম 'কার্মা ভ্যালি ট্রেক' রুটে। এই রুটটি কাংশুং মুখের অপূর্ব দৃশ্যের জন্য বিখ্যাত। দুর্ভাগ্যবশত, সেই সময়েই নেমে আসে তুষারঝড়। কোমর সমান বরফে রাত কাটাতে বাধ্য হন বহু পর্যটক। হিমশীতল আবহাওয়ায় অন্তত একজন ট্রেকারের মৃত্যু হয়েছে, এবং অনেকেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন।
চিনা প্রশাসন দ্রুত 'ব্লু স্কাই' উদ্ধারকারী দল, স্থানীয় তিব্বতি গ্রামবাসী, দমকলকর্মী ও সেনা বাহিনীকে উদ্ধারকাজে নামায়। দুর্গম পথে উদ্ধারকাজে ব্যবহার করা হয় ষাঁড় ও ঘোড়া। এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জনকে নিরাপদে কোদাং শহরে নিয়ে আসা সম্ভব হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বরফ সরানোর কাজে হাত লাগিয়েছেন। পাহাড়ি পথে আটকে পড়া বাকিদের উদ্ধারে চলছে নিরলস প্রচেষ্টা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে উদ্ধারকাজ আরও জোরদার করা হবে।
আইনগত সতর্কতা: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। আবহাওয়া সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসরণ করুন।
© সাংবাদ একলব্য কপিরাইট সংরক্ষিত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊