Latest News

6/recent/ticker-posts

Ad Code

'নিজের কর্মফল, মানুষ ক্ষতিগ্রস্থ, ওঁরা ফটোশ্যুট করতে গেছে, এতেই মানুষ ক্ষুব্ধ হয়েছে'- কুনাল ঘোষ

"নিজের কর্মফল, মানুষ ক্ষতিগ্রস্থ, ওঁরা ফটোশ্যুট করতে গেছে, এতেই মানুষ ক্ষুব্ধ হয়েছে": কুনাল ঘোষ 

Kunal Ghosh


উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। ভাঙে গাড়ি কাচ, রক্তাক্ত হয় খগেন মুর্মু। এই ঘটনায় বিজেপিকে বিধলেন কুনাল ঘোষ। তাঁর কথায় ফটোশ্যুটের জন্য গিয়েছিল এতেই মানুষ ক্ষুব্দ হয়ে পড়েন।

তিনি বলেন, প্রথমেই আমরা স্পষ্ট জানাতে চাই আমাদের দল কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। যা ঘটেছে, তা সম্পূর্ণভাবে বিজেপির নিজের কর্মফল। যখন সাধারণ মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত, তখন বিজেপি নেতারা ১০টিরও বেশি গাড়ির কনভয় নিয়ে শুধুমাত্র ফটোশুটের জন্য এলাকায় গিয়েছিলেন, কোনো ত্রাণ কার্যক্রম ছাড়াই। এতে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ঘটনাটি ঘটে। এটি বিজেপির দীর্ঘদিনের অন্যায় ও মানুষের প্রতি অবহেলার ফল। মানুষকে আগে বঞ্চিত করুন, তারপর তাদের দুঃসময়ে গিয়ে ফটো-অপস করুন এটাই বিজেপির কাজের ধারা।

তিনি আরোও বলেন, অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুরু থেকেই মাটিতে থেকে নিরলসভাবে মানুষকে সাহায্য করে চলেছেন বিজেপির সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের মতো কেবল পোস্ট দিয়ে নয়, বাস্তবে পাশে থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code