Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিসেম্বরের শুরুতেই টেস্ট পেপার দেবে মধ্যশিক্ষা পর্ষদ: নতুন নিয়মে তৈরি হবে প্রশ্নপত্র

ডিসেম্বরের শুরুতেই টেস্ট পেপার দেবে মধ্যশিক্ষা পর্ষদ: নতুন নিয়মে তৈরি হবে প্রশ্নপত্র

মাধ্যমিক টেস্ট পেপার কবে দেবে? মাধ্যমিক টেস্ট পেপার pdf, madhyamik test paper pdf download,


নিজস্ব প্রতিবেদন:

রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তার জন্য এ বছর মধ্যশিক্ষা পর্ষদ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এতদিন জানুয়ারি মাসে টেস্ট পেপার হাতে পেলেও, এবার তা ডিসেম্বরের শুরুতেই পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পর্ষদ। প্রশ্নপত্র তৈরি ও বিতরণের প্রক্রিয়া দ্রুত করতে এবং তাতে স্বচ্ছতা বজায় রাখতে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।

প্রশ্নপত্র তৈরির নতুন নিয়ম

পর্ষদ সূত্রে জানা গেছে, টেস্ট পেপার তৈরির জন্য প্রশ্নদাতাদের কাছে প্রশ্নপত্র পাঠানোর সময়সীমা জানুয়ারি থেকে এগিয়ে ডিসেম্বরে আনা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার ৪৬টি স্কুলকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। প্রতিটি জেলা থেকে দুইজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে নতুন নিয়মগুলি হলো:

  • পর্ষদ অনুমোদিত স্কুলগুলির শিক্ষকদেরই প্রশ্ন তৈরির কাজে যুক্ত করা হবে। বাইরের কোনও সংস্থা বা শিক্ষক সমিতি এই কাজে যুক্ত হতে পারবে না।
  • একাধিক বিদ্যালয় যৌথভাবে বা ক্লাস্টার করে প্রশ্নপত্র তৈরি ও নির্বাচন করবে না।
  • প্রশ্নপত্র তৈরির সময় শিক্ষকদের পর্ষদের সম্পূর্ণ সিলেবাস এবং পাঠ্যক্রম কঠোরভাবে মেনে চলতে হবে।
  • প্রশ্নপত্রের মান এবং বিষয়বস্তুর সঠিক নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা, তা মেইল মারফত বোর্ডের কাছে সুস্পষ্টভাবে জানাতে হবে।
  • ইতিহাসের প্রশ্নপত্রে 'পাক-অধিকৃত কাশ্মীর'-কে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখ করে প্রশ্ন তৈরি করা হয়েছিল। এই ধরনের কোনও বিতর্কিত বা রাজনৈতিক বিষয় প্রশ্নপত্রে রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

দ্রুত বিতরণের কারণ

গত বছরগুলিতে দেখা গেছে যে টেস্ট পেপার হাতে পেতে দেরি হওয়ায় অনেক পরীক্ষার্থী প্রয়োজনীয় প্রস্তুতির সময় পায় না। এই সমস্যা দূর করতে এবং পরীক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুতিতে সাহায্য করতেই এই বছর ডিসেম্বরের শুরুতেই টেস্ট পেপার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের উপসচিব (মাধ্যমিক-ডিভিশন) ছাত্রদের সুবিধা নিশ্চিত করতে এই নির্দেশ দিয়েছেন। সমস্ত প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষককে এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি (শুক্রবার)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code