আজ ভূত চতুর্দশী, জেনেনিন ১৪ ভূতের নাম পরিচয়
চোদ্দ ভুত
১।মোহিনী- প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করা মেয়ের আত্মা। সুন্দর ছেলে দেখলেই ঘাড়ে চাপে।
২।শাকচুন্নী- স্বামীর পরকীয়া দেখে আত্মহত্যা করা মেয়ে। এরা পুরুষ বিদ্বেষী।
৩।শাকিনী - বিয়ের পর নির্যাতনের ফলে মৃত্যু। সংসার ভেঙ্গে দেওয়ার ভুত।
৪। ডাকিনী - অসময়ে মৃত সব মহিলা।*
৫।চোরাচুন্নী - মহিলা চোরের অকাল মৃত্যু। ভুত সুযোগ পেলেই চুরি করে। ("তা'লে কি ভুতে নিল" কথাটা এদের জন্যই)
৬।ডাইনি- সুন্দরী মেয়ের সাজসজ্জা ভালোবাসে এমন মহিলাদের অকাল মৃত্যু ।
৭। ব্রহ্ম দৈত্য - ব্রাহ্মণ ভুত । পুরুষ।
৮। মামদো- মুসলমান ভুত।
৯। পেঁচাপেঁচি - ঝগড়া করে রাত জাগা কত্তা গিন্নিদের ভুত।
১০। নিশি - ছেলে মেয়ে উভয়েই হয়। তান্ত্রিকদের পোষা
১১। স্কন্ধকাটা - মুন্ডহীন মৃতদেহ। রেল লাইনে বেশি থাকে।
১২। দৈত্য - দেড় হাজার কিলোর শক্তিশালি ভুত। সিক্স প্যাক অকালে মারা গেলে হয়।
১৩। কানাহুলা - যে মানুষ রাস্তা ভুলে যায় তাদের ভুত।
১৪। আলেয়া - জলে ডুবে মৃত আত্মা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊