বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক, আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে দিলেন আর্থিক সাহায্য
ভেটাগুড়ি, কোচবিহার: শনিবার ভেটাগুড়িতে তৃণমূলের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার সময় ভেটাগুড়ির চৌপথিতে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এই বিক্ষোভের মধ্যেই নিশীথ প্রামাণিক ভাঙচুর হওয়া বাড়িটির বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়িতে যান। তিনি সুমিতার হাতে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেন।
সুমিতা বর্মন জানান, গত শুক্রবার তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের বাড়ি ভাঙচুর করে। ঘটনা জানার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসে খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করেন।
নিশীথ প্রামাণিক পরবর্তীতে একে একে আরও তিন জন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রত্যেককে ২ লক্ষ টাকার আর্থিক চেক তুলে দেন।
ভেটাগুড়ি চৌপথিতে নিশীথ প্রামাণিককে বিক্ষোভ দেখানোর সময় উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি অনন্ত বর্মন, দিনহাটা এক নম্বর ব্লক B কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন, ভিলেজ ওয়ানের তৃণমূল কর্মী রানা বণিক, ছাত্রনেতা আমির আলম সহ ভেটাগুড়ির অঞ্চল নেতৃত্বরা।
বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন যে, পশ্চিমবঙ্গ 'SIR' (State-sponsored terror) এর পথে এগিয়ে আসছে। তিনি দৃঢ়তার সাথে জানান, "তৃণমূল যত আটকানোর চেষ্টা করুক, আমরা উচ্চ আদালতে যাব। পশ্চিমবঙ্গে প্যারা মিলিটারি ফোর্স-এর আবেদন জানাবো।"
আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি নিশীথ প্রামাণিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সুমিতা বর্মনকে টেলিফোনে কথা বলিয়ে দেন।
শুভেন্দু অধিকারী সুমিতা বর্মনকে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনা বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊