চলন্ত গরিব রথ ট্রেনে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত তিনটি কোচ
চণ্ডীগড়:
শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা পঞ্জাবের অম্বালা ও সিরহিন্দ স্টেশনের মাঝে। অমৃতসর থেকে সাহারসাগামী চলন্ত গরিব রথ এক্সপ্রেসে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। দ্রুত বেশ কিছু কামড়ায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার-চেঁচামেচিতে থমকে যায় গোটা এলাকা।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার পূর্বাভাস বুঝতে পেরে লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। আতঙ্কে যাত্রীরা মালপত্র নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানিয়েছেন, ট্রেনের তিনটি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোনও প্রাণহানির খবর নেই, কেবল এক মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন।
আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊