Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীপাবলীর রাতে দিনহাটায় ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই

দীপাবলীর রাতে দিনহাটায় ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই

Fire Breakout


দীপাবলীর উৎসবের রাতেই ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাত নয়টা নাগাদ স্তব্ধ হয়ে যায় দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকার নতুন পাড়ার পরিবেশ। এদিন রাতে এক ব্যবসায়ীর গোডাউনে লাগা ভয়াবহ আগুনে লক্ষাধিক টাকার মূল্যবান মালপত্র ভস্মীভূত হয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে গোডাউন মালিক মনোরঞ্জন জোয়ারদার। তিনি জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করেই গোডাউনটিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকায় মুহূর্তের মধ্যেই গোডাউনটি অগ্নিকুণ্ডে পরিণত হয়।


ঘটনাস্থলেই উপস্থিত অনেকের ধারণা, ইলেকট্রিক শর্ট সার্কিটই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।


আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোডাউনটিতে রাখা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।


মনোরঞ্জন জোয়ারদার জানান, তার গোডাউনে কয়েক লক্ষ টাকা মূল্যের পিতল ও স্টিলের বাসনপত্রসহ বিভিন্ন রকমের মূল্যবান জিনিস ছিল।


দীপাবলীর রাতে এই দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত ও মর্মাহত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code