বিজয়া দশমী: কখন হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন? জানুন সঠিক সময়
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি লগ্ন হলো বিজয়া দশমী। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন এবং কৈলাসে স্বামীগৃহে ফিরে যান। দেবীর বিদায় ও তাঁর বিজয়ের আনন্দ নিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি।
২০২৫ সালের (১৪৩২ বঙ্গাব্দ) বিজয়া দশমীর সময়সূচি
পঞ্জিকা মতে, ২০২৫ সালে বিজয়া দশমী তিথি শুরু হচ্ছে ১ অক্টোবর, বুধবার এবং শেষ হবে ২ অক্টোবর, বৃহস্পতিবার।
রীতিনীতি | তারিখ | তিথির সময় |
দশমী তিথি শুরু | ১ অক্টোবর, ২০২৫, বুধবার | সন্ধ্যা ৭টা ০১ মিনিট থেকে |
দশমী তিথি শেষ | ২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার | সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত |
বিজয়া দশমী | ২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার |
সিঁদুর খেলা ও দেবীবরণের সময়
দশমী তিথিতে দেবীর বিসর্জনের আগে বরণ ও সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। বিবাহিত মহিলারা দেবীকে মিষ্টিমুখ করান এবং সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। এরপর তাঁরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
সিঁদুর খেলা ও দেবীবরণ: সাধারণত দশমী তিথিতেই অর্থাৎ ২ অক্টোবর, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুভ সময়ে এই রীতি পালন করা হয়। তবে, যেহেতু এই উৎসব প্রতিমা বিসর্জনের আগে সম্পন্ন হয়, তাই বিভিন্ন মণ্ডপ ও বাড়ির নিজস্ব প্রথা অনুযায়ী বিসর্জনের সময়ের উপর নির্ভর করে এর সময় পরিবর্তিত হতে পারে।
প্রতিমা বিসর্জন (দুর্গার নিরঞ্জন)
বিজয়া দশমীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রতিমা বিসর্জন। এই দিনেই দেবীকে বিদায় জানিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়।
- প্রতিমা বিসর্জন: ২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার। দশমী তিথি থাকাকালীন বা তিথি শেষের পর শুভক্ষণে বিসর্জন দেওয়া হয়।
বিসর্জন এবং অন্যান্য শুভ কাজের জন্য বিশেষ কিছু সময় রয়েছে:
- অপরাহ্ণ পূজা: দুপুর ১টা ২১ মিনিট থেকে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত।
- বিজয় মুহূর্ত: দুপুর ২টা ০৯ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত।
সকলের জন্য রইল শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊