Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজয়া দশমী: কখন হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন? জানুন সঠিক সময়

বিজয়া দশমী: কখন হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন? জানুন সঠিক সময় 

বিজয়া দশমী: কখন হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন? জানুন সঠিক সময়

শারদীয় দুর্গাপূজার সমাপ্তি লগ্ন হলো বিজয়া দশমী। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন এবং কৈলাসে স্বামীগৃহে ফিরে যান। দেবীর বিদায় ও তাঁর বিজয়ের আনন্দ নিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি।

২০২৫ সালের (১৪৩২ বঙ্গাব্দ) বিজয়া দশমীর সময়সূচি

পঞ্জিকা মতে, ২০২৫ সালে বিজয়া দশমী তিথি শুরু হচ্ছে ১ অক্টোবর, বুধবার এবং শেষ হবে ২ অক্টোবর, বৃহস্পতিবার।

রীতিনীতিতারিখতিথির সময়
দশমী তিথি শুরু১ অক্টোবর, ২০২৫, বুধবারসন্ধ্যা ৭টা ০১ মিনিট থেকে
দশমী তিথি শেষ২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবারসন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত
বিজয়া দশমী২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার

সিঁদুর খেলা ও দেবীবরণের সময়

দশমী তিথিতে দেবীর বিসর্জনের আগে বরণসিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। বিবাহিত মহিলারা দেবীকে মিষ্টিমুখ করান এবং সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। এরপর তাঁরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

  • সিঁদুর খেলা ও দেবীবরণ: সাধারণত দশমী তিথিতেই অর্থাৎ ২ অক্টোবর, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুভ সময়ে এই রীতি পালন করা হয়। তবে, যেহেতু এই উৎসব প্রতিমা বিসর্জনের আগে সম্পন্ন হয়, তাই বিভিন্ন মণ্ডপ ও বাড়ির নিজস্ব প্রথা অনুযায়ী বিসর্জনের সময়ের উপর নির্ভর করে এর সময় পরিবর্তিত হতে পারে।

বিজয়া দশমী: কখন হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন? জানুন সঠিক সময়


প্রতিমা বিসর্জন (দুর্গার নিরঞ্জন)

বিজয়া দশমীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রতিমা বিসর্জন। এই দিনেই দেবীকে বিদায় জানিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়।

  • প্রতিমা বিসর্জন: ২ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার। দশমী তিথি থাকাকালীন বা তিথি শেষের পর শুভক্ষণে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জন এবং অন্যান্য শুভ কাজের জন্য বিশেষ কিছু সময় রয়েছে:

  • অপরাহ্ণ পূজা: দুপুর ১টা ২১ মিনিট থেকে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত।
  • বিজয় মুহূর্ত: দুপুর ২টা ০৯ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত।

সকলের জন্য রইল শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code