১০০ দিনের কাজ চালুর দাবিতে দিনহাটা বিডিও অফিসে সিপিআইএমের কৃষক–খেতমজুর সংগঠনের ডেপুটেশন
১০০ দিনের কাজ অবিলম্বে চালুর দাবিকে সামনে রেখে এদিন দিনহাটা ১ নং বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএমের কৃষক ও খেতমজুর সংগঠন। বুধবার দুপুর নাগাদ সারা ভারত কৃষকসভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের দিনহাটা ১ ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দিনহাটা শহরে একটি মিছিল বের হয়, মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বিডিও অফিসে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু দিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষ চরম আর্থিক সংকটে ভুগছেন। অবিলম্বে কাজ চালু করে বকেয়া মজুরি প্রদান এবং দুর্নীতিমুক্তভাবে কর্মসূচি পরিচালনার দাবি জানানো হয়।
তাঁরা আরও দাবি করেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, খেতমজুরদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং মন্বন্তরের মতো পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করার জন্য অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতৃত্ব ও বহু কৃষক–খেতমজুর কর্মী। তাঁদের দাবি, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊