২০১২ সালের TET উত্তীর্ণ কর্মরত প্রাথমিক শিক্ষকদের শংসাপত্র প্রদানের দাবিতে ডেপুটেশন
নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: ২০১২ সালে শিক্ষক যোগ্যতা নির্নায়ক পরীক্ষা (TET) উত্তীর্ণ হয়ে বর্তমানে কর্মরত প্রাথমিক শিক্ষকদের শংসাপত্র (Certificate) প্রদানের দাবিতে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে স্মারকলিপি প্রদান করলেন কোচবিহার জেলার শিক্ষকদের এক প্রতিনিধি দল।
বুধবার কোচবিহার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২০১২ সালের TET উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের শিক্ষাদপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনে যান। সেখানে তাঁরা শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তাঁদের দাবিসংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন।
প্রতিনিধি দলের নেতা শিক্ষক শ্রী অয়ন সরকার জানান, “Right of children to free & compulsory Education Act, 2009 (R.T.E ACT, Sec 23) অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য টি.ই.টি. উত্তীর্ণ হওয়া আবশ্যিক। সেই নিয়ম মেনেই আমরা ২০১২ সালে অনুষ্ঠিত TET-২০১২ পরীক্ষায় পাশ করে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি।”
প্রতিনিধি দলের অন্যতম সদস্য শ্রী বাবলু সরকার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (N.C.T.E)-এর ২৩.০৮.২০১০ তারিখের বিজ্ঞপ্তির প্রসঙ্গ টেনে বলেন যে, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টি.ই.টি. পরীক্ষায় পাশ করা প্রত্যেক প্রার্থীকে পাশ সার্টিফিকেট প্রদান করা আবশ্যক।
প্রতিনিধি দলের মূল দাবি— অবিলম্বে সকল TET-২০১২ পাশ কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের TET-২০১২ পাশ সার্টিফিকেট প্রদান করা হোক।
তাঁরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ১৪০ জন শিক্ষক-শিক্ষিকার নথি ও তথ্য তুলে দেন। প্রিন্সিপাল সেক্রেটারি প্রতিনিধি দলের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।
স্মারকলিপিতে শিক্ষকেরা আরও উল্লেখ করেন যে, সম্প্রতি সুপ্রিম কোর্টের আদেশের ফলে রাজ্যের সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে TET দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে, তাঁদের দীর্ঘদিনের পুরনো দাবিটি যদি মেনে নেওয়া হয়, তবে এক বিরাট সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নতুন করে আবার TET দেওয়ার ঝক্কি থেকে নিষ্কৃতি পাবেন। প্রতিনিধি দলের আশা, সরকার তাদের যুক্তিপূর্ণ দাবি মেনে নিবেন এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊