Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড় মন্থা: বঙ্গোপসাগরের তাণ্ডবে উপকূলজুড়ে আতঙ্ক

ঘূর্ণিঝড় মন্থা: বঙ্গোপসাগরের তাণ্ডবে উপকূলজুড়ে আতঙ্ক

Cyclone Montha, Andhra Pradesh cyclone, Bay of Bengal storm, Montha landfall, coastal alert, India weather, cyclone warning, Montha impact, sea waves damage, disaster rescue, Tamil Nadu alert, Odisha cyclone, Marina beach storm, Chandra Babu Naidu, IMD forecast


ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার, ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা দমকা হাওয়ার ক্ষেত্রে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সোমবার বিকেল থেকেই অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যার ফলে উপকূলবর্তী এলাকায় ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কাকিনাডা, কনাসীমা, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, বাপটলা, প্রাকাশম ও নেল্লোর—এই সাতটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নির্দেশে উপকূলবর্তী এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ যৌথভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে রাজ্যে ৮০০টিরও বেশি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে এবং ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে।

ওড়িশা ও তামিলনাড়ুতেও সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ের মেরিনা সৈকত ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ভারতীয় কোস্ট গার্ড সমুদ্রপথে থাকা মৎস্যজীবীদের দ্রুত তীরে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে মন্থার শক্তি আরও বাড়তে পারে। এই ঝড়ের নাম ‘Montha’ এসেছে থাই ভাষা থেকে, যার অর্থ ‘সুগন্ধি ফুল’। তবে এই নামের বিপরীতে প্রকৃতির রূপ ভয়ঙ্কর হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code