Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধরনা' হুঁশিয়ারি অভিষেকের, ইস্তফা দিয়ে লোকসভা ভোটে যাওয়ার দাবি

‘একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধরনা' হুঁশিয়ারি অভিষেকের, ইস্তফা দিয়ে লোকসভা ভোটে যাওয়ার দাবি

SIR
Abhishek Banerjee Press Meet


গতকালই পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর দ্বিতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ইস্যুতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'এই ভোটার লিস্টের নিরিখেই ২০২৪ সালে নির্বাচন', লোকসভা ভেঙে দিয়ে ভোটে যাওয়ার দাবি অভিষেকের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "তাদের লক্ষ্য, কোনও দিন SIR করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকত, এই ভোটার লিস্টের নিরিখেই ২০২৪ সালে আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। যেখানে বাংলা-সহ দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে দেশের সরকার এসেছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য- প্রথমে লোকসভা ভেঙে দিয়ে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে, যাঁরা মন্ত্রিসভায় আছেন, তাঁরা নির্বাচিত হয়েছেন এই ভোটার লিস্টের নিরিখে। তাঁদের মৌলিক দায়িত্ব ইস্তফা দিয়ে, তারপর আপনি SIR করুন না। কেউ তো বারণ করছে না।"

তিনি আরো বলেন, "আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত। এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। এখন দেশের সরকার পছন্দের মতো তার ভোটার বেছে নিচ্ছে। কে ভোটার লিস্টে থাকবে, আর কার নাম বাদ যাবে।"


এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। বললেন, “একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।” পাশাপাশি অসমে কেন এসআইআর হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে বাংলা-সহ ১২টি এসআইআর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা। সেখানেই অভিষেকের প্রশ্ন, আগামী বছর অসমেও নির্বাচন। তাহলে কেন সেখানে এসআইআর হবে না। তৃণমূল সাংসদের দাবি, কৌশলে বিজেপি শাসিত অসমকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code