Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি

Asrani


দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে অভিনতার বয়স হয়েছিল ৮৪ বছর।

দীর্ঘদিন ধরেই বয়োসজনিত অসুস্থতায় ভুগছিলেন আসরানি। অভিনেতার পুরো নাম, শ্রী গোবর্ধন আসরানি হলেও, তিনি বলিউডে পরিচিত ছিলেন আসরানি নামেই। জন্মগতভাবে রাজস্থানের জয়পুরের বাসিন্দা তিনি। পড়াশোনা করেছেন, জয়পুরের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। বলিউডের কমেডি সিনেমায় তাঁর অবদান ভোলার মতো নয়।

'মেরে আপনে', 'কোশিস', 'বাওয়ার্চি', 'পরিচয়', 'অভিমান', 'চুপকে চুপকে', 'ছোটি সি বাত', 'রাফো চক্কর'-এর মতো একাধিক বড় বড় সিনেমায়, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গুজরাতি সিনেমাতেও একের পর এক কাজ করে গিয়েছেন আসরানি। ১৯৭৯ সালে 'সালাম মেমসাব' ছবিটি পরিচালনা করেছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code