ইন্ডিয়া-চীন বিমান পরিষেবা পুনরায় শুরু: প্রথম দিনেই ১৭৬ যাত্রী নিয়ে উড়ল কলকাতা-গুয়াংজু ফ্লাইট
প্রায় পাঁচ বছর পর অবশেষে পুনরায় চালু হল ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ২৬ অক্টোবর, রবিবার রাতে কলকাতা থেকে গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগোর প্রথম ফ্লাইট। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটে ছিলেন ১৭৬ জন যাত্রী।
২০১৯ সালে কোভিড মহামারির কারণে ভারত-চীন বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ে। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সরাসরি বিমান পরিষেবা।
ইন্ডিগোর এই নতুন রুটে প্রতিদিন কলকাতা থেকে গুয়াংজু পর্যন্ত ফ্লাইট চলবে। এয়ারবাস A320neo বিমান ব্যবহার করে এই পরিষেবা দেওয়া হবে। বিমানটি রাত ১০টা ৭ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যায় এবং গুয়াংজুতে স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা।
শুধু কলকাতা নয়, আগামী ৯ নভেম্বর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স দিল্লি থেকে সাংঘাই পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করবে। ১০ নভেম্বর থেকে ইন্ডিগো দিল্লি-গুয়াংজু রুটেও পরিষেবা শুরু করবে। এয়ার ইন্ডিয়াও বছরের শেষে চীন রুটে ফের পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।
এই বিমান পরিষেবা পুনরায় চালু হওয়াকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যবসা, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে এটি নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊