Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ২০২৫-এর আনুষ্ঠানিক থিম সং ‘ব্রিং ইট হোম’, গেয়েছেন শ্রেয়া ঘোষাল

মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ২০২৫-এর আনুষ্ঠানিক থিম সং ‘ব্রিং ইট হোম’, গেয়েছেন শ্রেয়া ঘোষাল 

Shreya Ghoshal


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ২০২৫-এর আনুষ্ঠানিক থিম সং ‘ব্রিং ইট হোম’ সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এই গান গেয়েছেন জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। গানের মাধ্যমে প্যাশন, দৃঢ়তা ও স্বপ্নের মিলিত সুর ও সুরেলা বন্ধন ফুটে উঠেছে।

গানটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিও সাভন এবং ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে।

শ্রেয়া জানিয়েছেন, ''এটা আমার কাছে বিরাট সম্মানের। আইসিসি মহিলা বিশ্বকাপের একটা অংশ হতে পারছি আমি। অফিশিয়াল গানটি গাইলাম। আমি আশা রাখি এই গান আরও উদ্বুদ্ধ করবে ভক্তদের। মহিলা ক্রিকেট নিয়েও জনপ্রিয়ত বাড়বে। উইমেন্স ক্রিকেট আরও সংঘবদ্ধ হবে।''


আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা মহিলা বিশ্বকাপ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। মোট আটটি দল যেমন ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান অংশ নেবে টুর্নামেন্টে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code