নিয়মরক্ষার ম্যাচে কোনও মতে পাশ সূর্যেরা! অপরাজিতা ভারত সুপার ফোরে
ভারত আর ওমানের ম্যাচটা যেন ছিল কাগজে-কলমে একপেশে, কিন্তু তবুও মাঠে নামার পর কিছুক্ষণ ভারতকে পরীক্ষা দিয়েই ছাড়ল ওমান। শেষমেশ অবশ্য জিতল ভারতই, আর সেই জয়ের ফলে দল এখন এশিয়া কাপের সুপার ফোরে উঠল অপরাজিত অবস্থায়।
ম্যাচে ভারতের কৌশল ছিল বেশ স্পষ্ট ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা। প্রথম একাদশে সুযোগ পেলেন সঞ্জু স্যামসন, অক্ষর পটেলদের মতো ক্রিকেটাররা। শুরুটা ঝোড়ো করে দিলেন অভিষেক শর্মা, মাত্র ১৫ বলে ৩৮ রান তুলে। পরে সঞ্জুও ফিফটি করলেন, ফলে ভারতের রান একেবারেই নিরাপদ জায়গায় চলে গেল। তবে এদিন ব্যাট হাতে নামলেন না সূর্য। চলতি এশিয়া কাপে বড় রান পাননি শুভমন। এই ম্যাচেও ৫ রানে আউট হলেন। রান পেলেন না হার্দিকও। ১ রানের মাথায় রান আউট হলেন। শিবম দুবে ৫ রানে ফিরলেন। ভারতের তিন ব্যাটারের ফর্ম চিন্তায় রাখবে গম্ভীরকে। সঞ্জুর ৫৬, অক্ষরের ২৬ ও তিলকের ২৯ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করল ভারত।
ওমানের ইনিংসে জতিন্দর সিংহ আর আমির কলিম কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতের স্পিন আক্রমণ সামলাতে পারল না তারা। কুলদীপ যাদব উইকেট তুলে নিলেন নিয়মিত ব্যবধানে। ফলে শেষ পর্যন্ত ওমানের সংগ্রহ থামল ১৬৭ রানে।
ভারতের জয় তাই খুব একটা অবাক করার মতো নয়। বরং দল কীভাবে নতুনদের পরীক্ষা করছে, সেটাই হয়ে উঠল আসল দিক। এখন সব চোখ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে, যেখানে ভারতের এই পরীক্ষিত সংমিশ্রণ কতটা কাজে আসে, সেটাই দেখার বিষয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊