Latest News

6/recent/ticker-posts

Ad Code

অস্ত্র,অশুর ছাড়া শান্তির বার্তা নিয়ে হংশ রাজে এলেন উমা

অস্ত্র,অশুর ছাড়া শান্তির বার্তা নিয়ে হংশ রাজে এলেন উমা

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে হংসরাজ ক্লাবের এ বছরের থিম হলো দীঘার জগন্নাথ ধাম। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি। এবং জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হয়েছে দেবী দুর্গাকে। পুরি বা দীঘার জগন্নাথ দেবের যেমন হাতে কোন অস্ত্র নেই, তেমনই খণ্ডঘোষ ব্লকের হংসরাজ ক্লাবেরও দেবী দুর্গার হাতে নেই কোন অস্ত্র। শুধু তাই নয় অশুরকেও রাখা হয়নি দেবী দুর্গার সাথে। এক কথায় বলা যায় যায় যে যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে দেবী উমা আসছে মর্তে। মহালয়া তিথিতে ভার্চুয়ালি ভাবে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের‌ও এই হংসরাজ ক্লাবেরও দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন ৩৭ তম বর্ষের এ বছরের থীম হলো দীঘার জগন্নাথ ধাম। দীঘার জগন্নাথ ধামের আদলেই তৈরি করা হয়েছে এই মন্ডপ। পাশাপাশি একইভাবে তৈরি করা হয়েছে প্রতিমাও। জগন্নাথ দেব যেমন শান্তির প্রতীক। তেমনি তৈরি করা হয়েছে দেবী দুর্গাকে দেবী দুর্গার হাতে নেই কোন অস্ত্র এবং অশুর‌ও নেই সঙ্গে। তারা বলেন বিগত বছরগুলো তে বৃদ্ধাশ্রম ,আদি যোগী, বেনারস ঘাট, সহ একাধিক থিম করা হয়েছিল। প্রতিটি বছরই সাধারণ মানুষের পাশাপাশি এই ক্লাব নজর কেড়েছে জেলা প্রশাসনের‌ ও সাধারণ মানুষের।পুরস্কৃত হয়েছে নানা সংস্থার পক্ষ থেকে। 


এ বছরও রাজ্য সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থার পক্ষ থেকেও পুরস্কৃত হবেন বলে আশা করেন ক্লাব কর্তৃপক্ষ। তবে ৭ লক্ষ টাকা বাজেটের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দিঘার জগন্নাথ ধাম দেখতে খণ্ডঘোষ ব্লকের হংসরাজ ক্লাবের যে উপচে পড়া ভিড় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code