Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup 2025: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

Asia Cup 2025: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

Asia Cup


বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত। জবাবে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৪১ রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। তবে ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তায় ভারত। অভিষেকের দুরন্ত ইনিংসেই এই রান তোলে ভারত। বোলিংয়ের দাপটে ম্যাচ পকেটে পুড়ে নেয় ভারতীয় ক্রিকেট দল।

বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। আর ব্যাট করতে নেমে দুধুর্ষ ইনিংস গড়লেন অভিষেক। বাঁ-হাতি ওপেনার রান আউট হন ৩৭ বলে ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলে। তিনি ফিরতেই ভারতের রানের গতিও কমে যায়। এদিন একে ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব (৫), তিলক বর্মারা (৫)। শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া (৩৮) এবং অক্ষর প্যাটেলের (১০) সৌজন্যে ১৬৮ রানে তোলে ভারত।

১৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। জশপ্রীত বুমরাহ ফেরান তানজিদ হাসানকে (১)। সইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন জুটি বিপজ্জনক মনে হচ্ছিল, ঠিক সেই সময় কুলদীপ আঘাত হানে। সইফ-ইমনের ৪২ রানের জুটি ভাঙেন তিনি। ব্যক্তিগত ২১ রানের মাথায় ফেরেন ইমন। শামিম হোসেন (০)-কে শূন্যে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। অক্ষরের বলে ৭ রানে ফেরেন তাওহিদ। রিশাদ (২) এবং তানজিমকে (০) টানা দুই বলে আউট করে কুলদীপ। বুমরাহর বলে সইফ হাসান আউট হলেন ৬৯ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না কোনও বাংলাদেশি ব্যাটার। শেষমেশ বাংলাদেশের ইনিংস থামল ১২৭ রানে।

ভারতের পক্ষে কুলদীপ যাদবের শিকার ৩ উইকেট। বুমরাহ এবং বরুণ চক্রবর্তী পান ২টি উইকেট। অক্ষর প্যাটেল এবং তিলক বর্মা নেন ১ উইকেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code