উচ্চমাধ্যমিক নিয়ে কড়া ব্যবস্থা সংসদের, ইনভিজিলেটরকে হেনস্থায় বাতিল হবে পরীক্ষা!
সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে এ বছর। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টার পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের ৫ মার্চ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে প্রধানশিক্ষক-সহ পাঁচ শিক্ষক-শিক্ষিকা জখম হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে সংসদ। ফলে কড়া পদক্ষেপ করছে কমিশন।
৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর, মোট ১২ দিন ধরে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজ়িক ও ভিস্যুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। পরীক্ষার হলে ১০ টা ৩০ মিনিটের মধ্যে ঢুকতে হবে। প্রশ্ন ফাঁস রুখতে কড়া অবস্থান নিয়ে সংসদ জানিয়েছে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী কোনও কারণেই বাইরে বেরোতে পারবে না।
পরীক্ষা চলা কালে কোনও ভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কোনও কর্মীকে হেনস্থা করা হলে গোটা পরীক্ষাই বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। ২০২৫-উচ্চ মাধ্যমিকের জন্য এমনই কড়া পদক্ষেপ করছে শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলেও পরীক্ষার্থীদের ‘আরএ’ (রিপোর্টেড এগেনস্ট) করতে হবে।
প্রশ্নপত্রের সুরক্ষা নিয়েও কঠোর পদক্ষেপ সংসদের। পরীক্ষার্থীর সামনে প্রশ্ন ও ওএমআর প্যাকেট খোলার পাশাপাশি কাস্টোডিয়ানের কাছে সেগুলি থাকবে বলেই জানা গেছে। পরীক্ষার সময় ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রীতে নিষেধাজ্ঞা রয়েছে। বর্ষার কথা মাথায় রেখে নন-ট্রান্সপ্যারেন্ট প্রিন্টেড পলিপাউচ দিয়ে তা সিল করা থাকবে। তবে, প্রশ্নপত্র এবং উত্তরপত্র পলি ল্যামিনেট করা বাক্সে রাখা থাকবে, যা সকাল ৯ টা ৪০ মিনিটে ভেন্যু সুপারভাইজ়ারের ঘরে গিয়ে খোলা হবে। পাশাপাশি জানা যাচ্ছে দুটি প্রশ্ন সেট থাকবে। প্রথম সেটে পরীক্ষা হবে তবে প্রশ্ন ফাঁসের মতো কোনো অপ্রীতিকর ঘটনা হলে সেক্ষেত্রে দ্বিতীয় সেটে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত রাখছে সংসদ।
চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। পাশাপাশি প্রতিটি ভ্যেনুতে থাকবে সিসিটিভি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজ়ারের ঘরে সিসিটিভি থাকবে। এ বার মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊