Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের জয়জয়কার, সেরা পরিচালকের খেতাব অনুপর্ণার ঝুলিতে

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের জয়জয়কার, সেরা পরিচালকের খেতাব অনুপর্ণার ঝুলিতে

venice-film-festival-2025-anuparna-roy-makes-history-with-orizzonti-best-director-win-for-songs-of-forgotten-trees


৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের জন্য গৌরবোজ্জ্বল সাফল্য। এবারে সেরা পরিচালকের খেতাব জিতলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায়। এই জয়কে ঘিরে ভারতীয় চলচ্চিত্র জগতে আনন্দের জোয়ার বইছে।

‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনুপর্ণা রায়। তাঁর ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ভেনিসের আন্তর্জাতিক মঞ্চে দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। ছবিটি ভারতীয় সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ককে অনন্যভাবে তুলে ধরেছে বলে প্রশংসিত হয়েছে।

পুরস্কার জয়ের পর অনুপর্ণা রায় জানিয়েছেন, এটি তাঁর কাছে কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় সিনেমার বৈশ্বিক সাফল্যের প্রতীক। তিনি বলেন, “আমাদের গল্প, আমাদের শিকড় আজ বিশ্বের দরবারে পৌঁছেছে।”

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। সেখানে ভারতীয় পরিচালকের এমন সাফল্য দেশকে নতুনভাবে বিশ্ব সিনেমার মানচিত্রে জায়গা করে দিল। চলচ্চিত্র মহল মনে করছে, এই জয় ভারতীয় তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code