Latest News

6/recent/ticker-posts

Ad Code

অস্কারের মঞ্চে বাংলার গর্ব: ঋতাভরী চক্রবর্তীর ‘পাপা বুকা’ আন্তর্জাতিক স্বীকৃতির পথে

অস্কারের মঞ্চে বাংলার গর্ব: ঋতাভরী চক্রবর্তীর ‘পাপা বুকা’ আন্তর্জাতিক স্বীকৃতির পথে


ঋতাভরী চক্রবর্তী অস্কার ২০২৬, Papa Buka Ritabhari Chakraborty, বাংলা ছবি অস্কার মনোনয়ন, Ritabhari Chakraborty Oscar nominated film, পাপুয়া নিউ গিনি ভারত যৌথ প্রযোজনা, Bengali actress Oscar news, Papa Buka international feature film, বাংলা সিনেমা আন্তর্জাতিক স্বীকৃতি, Ritabhari Chakraborty Papa Buka release date, Bengali film Oscar entry 2026, Ritabhari Chakraborty interview Indian Express, বাংলা চলচ্চিত্র অস্কার ইতিহাস, Ritabhari Chakraborty Papua New Guinea film, Bengali pride Oscar nomination, Bengali cinema global recognition


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল ঋতাভরী চক্রবর্তীর অভিনীত ছবি পাপা বুকা। পাপুয়া নিউ গিনির তরফে এই ছবিকে ২০২৬ সালের ৯৮তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে Best International Feature Film বিভাগে মনোনয়ন হিসেবে পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বাংলার সাংস্কৃতিক মহলে উচ্ছ্বাসের ঢেউ।

পাপা বুকা একটি ভারত-পাপুয়া নিউ গিনি যৌথ প্রযোজনা। ছবিটি পরিচালনা করেছেন তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ড. বিজুকুমার দামোদরন (ড. বিজু)। ছবির মূল চরিত্রে রয়েছেন পাপুয়া নিউ গিনির ৮৫ বছর বয়সী উপজাতি নেতা সিনে বোবোরো, পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ও মালয়ালি অভিনেতা প্রকাশ ব্যারে।

ছবির গল্প আবর্তিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনিতে ভারতীয় সেনাদের অবদানকে কেন্দ্র করে। এক বৃদ্ধ যোদ্ধার স্মৃতিচারণের মাধ্যমে দুই ভারতীয় ইতিহাসবিদের অনুসন্ধান এই ছবির মূল কাহিনি। ছবিটি টোক পিসিন, বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।

২০২৫ সালে পাপুয়া নিউ গিনির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ছবিকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। এটি পাপুয়া নিউ গিনির ইতিহাসে প্রথম অস্কার মনোনয়নপ্রাপ্ত ছবি। ছবির সংগীত পরিচালনা করেছেন তিনবার গ্র্যামি জয়ী রিকি কেজ, চিত্রগ্রহণে ছিলেন ইয়েদু রাধাকৃষ্ণন, এবং সম্পাদনায় ডেভিস ম্যানুয়েল।

এই ঐতিহাসিক মুহূর্তে ঋতাভরী চক্রবর্তী বলেন, “এই ছবিতে আমি অভিনয় করেছি মানে, এটা বাংলারও ছবি। সেই ছবি অস্কারে যাচ্ছে—এটাই আমার কাছে আনন্দের। কোথাও যেন আমি বাংলার মেয়ে হয়ে বাংলা ছবিকে আবারও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম।” তিনি আরও জানান, “একসময় ঋতুদার কত ছবি গিয়েছে। এখন খুব কম ছবি যায়, আমাদের ঐতিহ্য-পরম্পরা কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে।”

ছবিটি আগামী মাসে পাপুয়া নিউ গিনিতে মুক্তি পেতে চলেছে—১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। ভারতীয় মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও অস্কার প্রচারাভিযানের জন্য ছবিটি লস অ্যাঞ্জেলেসেও প্রদর্শিত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code