Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপূজা নিরঞ্জন ঘিরে রথবাড়ি ঘাটে প্রশাসনের তৎপরতা

দুর্গাপূজা নিরঞ্জন ঘিরে রথবাড়ি ঘাটে প্রশাসনের তৎপরতা

Dinhata


আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন। মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন রথবাড়ি ঘাটে পরিদর্শনে যান মহকুমা প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা।


পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয় গিরি, মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকসহ অন্যান্য আধিকারিকরা।


প্রশাসন সূত্রে জানা গেছে, দশমীর দিন নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে। এরপর দিনহাটা শহরে কার্নিভালের আয়োজনের পর প্রায় ১৪টি দুর্গাপূজার প্রতিমা রথবাড়ি ঘাটে বিসর্জন দেওয়া হবে।


এই উপলক্ষে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় সামলানোসহ বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখেন আধিকারিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code