Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক দিনের ক্রিকেটে কোহলিকে টপকে নতুন ভারতীয় রেকর্ড গড়লেন স্মৃতি মান্দনা

এক দিনের ক্রিকেটে কোহলিকে টপকে নতুন ভারতীয় রেকর্ড গড়লেন স্মৃতি মান্দনা

Smriti Mandhana


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ব্যাট হাতে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধনা। মাত্র ৫০ বলে শতরান করে তিনি হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান। এত দিন এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। তিনি করেছিলেন ৫২ বলে। এবার সেই নজির ভেঙে দিলেন স্মৃতি।

মহিলাদের এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ২০১২ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৫ বলে শতরান করেছিলেন।

তার ইনিংসে ছিল দাপট আর আত্মবিশ্বাস। একের পর এক শট খেলে তিনি ম্যাচে আধিপত্য বিস্তার করেন। ৬৩ বলে ইনিংস শেষ করেন ১৭টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটিই দ্বিতীয় দ্রুততম শতরান, আর ভারতের ক্রিকেট ইতিহাসে এককভাবে দ্রুততম। ভারতের মহিলা ক্রিকেটে এক দিনের ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল স্মৃতিরই। এবার পুরুষ ও মহিলা মিলে দ্রুত তম সেঞ্চুরির মালিক স্মৃতি।


শুধু রেকর্ড নয়, এই ইনিংস ভারতের কাছে দারুণ বার্তাও দিল। সামনে বিশ্বকাপ, সেই প্রেক্ষাপটে ওপেনার হিসেবে স্মৃতি যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে দলের শক্তি বাড়বে বহুগুণে। প্রতিপক্ষকে প্রথমেই চাপে ফেলার মতো যে আক্রমণাত্মক মানসিকতা দরকার, তা স্মৃতির ব্যাটেই স্পষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code