সুপ্রিম কোর্টে ৩০ জন কোর্ট মাস্টার নিয়োগ, আইন স্নাতকদের জন্য বড় সুযোগ
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এবার নিয়োগের বড় ঘোষণা। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, “Court Master (Shorthand)” পদে মোট ৩০ জনকে নিয়োগ করা হবে। এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ আগস্ট থেকে এবং চলবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই আইনে স্নাতক (LLB বা সমমানের ডিগ্রি) থাকতে হবে। সেই সঙ্গে shorthand-এ ইংরেজি ১২০ শব্দ প্রতি মিনিট এবং কম্পিউটার টাইপিং-এ ৪০ শব্দ প্রতি মিনিট দক্ষতা থাকতে হবে। শর্ত অনুযায়ী, সরকারি দপ্তর বা PSU–তে Private Secretary/PA/Stenographer হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়ায় থাকবে shorthand পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট এবং সাক্ষাৎকার। সব ধাপ উত্তীর্ণ প্রার্থীদেরই নিয়োগ দেওয়া হবে।
বেতনও বেশ আকর্ষণীয়। সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই পদে মূল বেতন শুরু হচ্ছে ₹৬৭,৭০০ থেকে ₹২,০৮,৭০০ পর্যন্ত। সঙ্গে যুক্ত হবে বিভিন্ন ভাতা, যা এটিকে আইন স্নাতকদের জন্য সত্যিই লোভনীয় একটি সুযোগ করে তুলেছে।
আবেদন করতে হলে প্রার্থীদের Supreme Court of India–এর অফিসিয়াল ওয়েবসাইটে (sci.gov.in) গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊