Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking: আজ থেকেই রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Big Breaking: আজ থেকেই রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

school puja vacation



আজ থেকেই রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতায়। জলমগ্ন কলকাতা এমনটাই খবর। এই পরিস্থিতিতে সাধারণত চতুর্থী থেকে ছুটি পড়ার কথা স্কুল গুলিতে। কিন্তু দুর্যোগের কারণে আজ মঙ্গলবারও অনেক স্কুল বন্ধ। মুখ্যমন্ত্রীর ঘোষনায় পর আজ থেকেই বন্ধ শুরু হলো কার্যত। 


এক সংবাদ মাধ্যমকে ফোনে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।” তিনি বলেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।” 


এর কিছু পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানান বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। ব্রাত্য বসু লেখেন, “২৬ সেপ্টেম্বর থেকে যে হেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।” শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে শিক্ষামন্ত্রীর অনুরোধ, “তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন।”


এমনকি বেসরকারি স্কুল গুলোকেও ছুটির জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী। 


মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষাসচিবের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জন্য সমস্ত সরকারি, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বুধবার এবং বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে পাহাড়ের স্কুলগুলিকে বাদ রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code