Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্যোগের কারণে দুর্গাপূজোর উদ্বোধন স্থগিত করলেন মুখ্যমন্ত্রী

দুর্যোগের কারণে দুর্গাপূজোর উদ্বোধন স্থগিত করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee


দুর্গাপূজোর রঙিন উৎসবের আগমূহূর্তে শহর ও শহরতলীতে প্রবল বৃষ্টিপাত আর জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেই আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজোর দ্বিতীয়ায় পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

শহরের একাধিক পুজোতে উদ্বোধন কর্মসূচি ছিল আজ মুখ্যমন্ত্রীর তবে বৃষ্টির তীব্রতা ও শহরের রাস্তা-পথ জলমগ্ন হওয়ায় এবং জনসমাগম ও ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় রেখে উদ্বোধন অনুষ্ঠান বাতিল করা হয়। এমনকি বেশ কিছু মণ্ডপেও জল ঢুকে গিয়েছে, যা প্রস্তুতিই ব্যাহত হয়েছে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আজ থেকেই রাজ্যের সরকারী স্কুল-কলেজ পুজোর ছুটিতে থাকবে। এছাড়া বেসরকারি সংস্থাগুলোর কর্মীদের হয়ত বাড়ির কাছাকাছি-বা ঘর থেকে কাজ করার (‘ওয়ার্ক ফ্রম হোম’) ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসন নবান্নে একটি কন্ট্রোল রুম খুলে পরিস্থিতি দেখাশোনা করছে এবং আবহাওয়ার পরিবর্তন মনিটর করছে।

শহরের আবহাওয়াবিদদের মতে, সোমবার রাত থেকে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে যে শহরের অনেক জায়গায় ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ জল জমেছে কোথাও হাঁটু, কোথাও বুক জলছবি। প্রশাসনের বিবৃতি অনুযায়ী, আরেকটি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জনসাধারণের নিরাপত্তা ও মণ্ডপ প্রস্তুতির কাজে টিকবে এমন সময় পরিস্থিতি থাকলে সেই কর্মসূচিগুলো পুনর্বিন্যাস করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code