নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিলেন শান্তির বার্তাও
নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুসিলা কার্কি। তাঁকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
মোদীর বার্তায় স্পষ্ট হয়েছে, নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতি কাটিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার পথে ভারত তাদের পাশে রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, সুসিলা কার্কির নেতৃত্বে নেপাল নতুন করে স্থিতিশীলতা, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ও নেপাল কেবল ভৌগোলিকভাবেই নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গভীরভাবে যুক্ত। তাই নেপালের প্রতিটি পদক্ষেপে ভারত সহযোগিতা করতে প্রস্তুত।
নেপালে সাম্প্রতিক যুব আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর অস্থায়ী সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার এই পরিস্থিতিতে মোদীর শুভেচ্ছা বার্তা নেপালের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ আশ্বাস হিসেবে দেখা হচ্ছে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
‘জেন জি’ বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের চারদিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কারকির কাঁধে। দায়িত্ব নিশ্চিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান তিনি। বলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, তারা সর্বদা নেপালের পাশে থেকেছে।” তিনি আরও বলেন, “নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊